Saturday, March 24, 2007

উত্তরওতো জানা - সুমন চট্টোপাধ্যায়

এই গানটা আসলে Bob Dylan এর Blowin' in the wind গানের একটা বাংলা সংস্করন। ইন্টারনেটে গানটির একটি কর্ড পেয়ে গানটা তুলে ফেলি। তারপর সুমন চট্টোপাধ্যায়ের গানটি মিলিয়ে নিই এর সাথে। জানিনা কতটুকু মিলেছে! ইন্ডিয়ান গীটার ট্যাবের ফোরামে একটি পোস্ট করেছিলাম, কারো জবাব পাইনি। যাইহোক, গানটি এখানে তুলে রাখলাম।


A D A

কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়

A D Bm E7

কতটা পথ পেরুলে পাখি জিরুবে তার ডানায়

A D A

কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়


Bm E7

প্রশ্ন গুলো সহজ

A

আর উত্তরওতো জানা


A D A

কত বছর পাহাড় বাঁচে ভেঙ্গে যাবার আগে

A D A

কত বছর মানুষ বাঁচে পায়ে শেকল পরে

A Bm E7

কবার তুমি অন্ধ সেজে ফাঁকা অনুরাগে

A D E

বলবে তুমি দেখছিলেনা তেমন ভালো করে।


A D A

কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়

A D Bm E7

কতটা পথ পেরুলে পাখি জিরুবে তার ডানায়

A D A

কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়


Bm E7

প্রশ্ন গুলো সহজ

A

আর উত্তরওতো জানা



A D A

কত হাজার পারের পর আকাশ দেখা যাবে

A D A

কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে

A Bm E7

কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে

A D A

বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে


A D A

কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়

A D Bm E7

কতটা পথ পেরুলে পাখি জিরুবে তার ডানায়

A D A

কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়


Bm E7

প্রশ্ন গুলো সহজ

A

আর উত্তরওতো জানা

পিডিএফ এখানে এবং ওয়ার্ড ডকুমেন্ট এখানে পাবেন। এমপিথ্রী পাবেন এখানে