Wednesday, April 4, 2007

সে যে বসে আছে - অর্নব

D A

সে যে বসে আছে একাএকা

Bm G

রঙ্গীন ¯^cœ তার বুনতে

D A

সে যে চেয়ে আছে ভরা চোখে

Bm G

জানালার ফাঁকে মেঘ ধরতে


D A

তার গুনগুন মনের গান বাতাসে ঘুরে

G A

কান পাতো মনে পাবে শুনতে

D A

তার রঙের তুলি নাচে মেঘেরা ছোটে

G A

চোখ মেলো যদি পারো বুঝতে


D A

সে যে বসে আছে একাএকা

Bm G

তার ¯^‡cœi কারখানা চলছে

D A

আর বুড়ো বুড়ো মেঘেদের দল

Bm G

বৃষ্টি নামার তাল তুলছে


D A

সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায়

G A

টপ টপ ফোঁটা পড়ে অনেক্ষন

D A

সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে

G A

ভেজা কাক হয়ে থাক আমার মন


D

সে যে বসে আছে

D

সে যে বসে আছে

D

সে যে বসে আছে


ওয়ার্ড ডকুমেন্ট পাবেন এখানে, পিডিএফ এখানে, এমপিথ্রী এখানে। ধন্যবাদ ইন্ডিয়ান গীটার ট্যাবের রিজ এবং অন্যদের

Saturday, March 24, 2007

উত্তরওতো জানা - সুমন চট্টোপাধ্যায়

এই গানটা আসলে Bob Dylan এর Blowin' in the wind গানের একটা বাংলা সংস্করন। ইন্টারনেটে গানটির একটি কর্ড পেয়ে গানটা তুলে ফেলি। তারপর সুমন চট্টোপাধ্যায়ের গানটি মিলিয়ে নিই এর সাথে। জানিনা কতটুকু মিলেছে! ইন্ডিয়ান গীটার ট্যাবের ফোরামে একটি পোস্ট করেছিলাম, কারো জবাব পাইনি। যাইহোক, গানটি এখানে তুলে রাখলাম।


A D A

কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়

A D Bm E7

কতটা পথ পেরুলে পাখি জিরুবে তার ডানায়

A D A

কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়


Bm E7

প্রশ্ন গুলো সহজ

A

আর উত্তরওতো জানা


A D A

কত বছর পাহাড় বাঁচে ভেঙ্গে যাবার আগে

A D A

কত বছর মানুষ বাঁচে পায়ে শেকল পরে

A Bm E7

কবার তুমি অন্ধ সেজে ফাঁকা অনুরাগে

A D E

বলবে তুমি দেখছিলেনা তেমন ভালো করে।


A D A

কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়

A D Bm E7

কতটা পথ পেরুলে পাখি জিরুবে তার ডানায়

A D A

কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়


Bm E7

প্রশ্ন গুলো সহজ

A

আর উত্তরওতো জানা



A D A

কত হাজার পারের পর আকাশ দেখা যাবে

A D A

কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে

A Bm E7

কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে

A D A

বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে


A D A

কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়

A D Bm E7

কতটা পথ পেরুলে পাখি জিরুবে তার ডানায়

A D A

কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়


Bm E7

প্রশ্ন গুলো সহজ

A

আর উত্তরওতো জানা

পিডিএফ এখানে এবং ওয়ার্ড ডকুমেন্ট এখানে পাবেন। এমপিথ্রী পাবেন এখানে

Sunday, February 25, 2007

2441139 - অঞ্জন দত্ত

D-----------------------------------Bm

চাকরীটা আমি পেয়ে গেছি বেলা, শুনছ?

Bm------------------------------A

এখন আর কেউ আটকাতে পারবেনা

G-------F#m--------Em----------D

সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো

A----------------G----------------D

মাকে বলে দাও বিয়ে তুমি করছ না॥

D-----------------------------------Bm

চাকরীটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি?

Bm----------------------A

আর মাত্র কয়েকটা মাস ব্যস

G----------------F#m-----------Em-------------D

স্টাটিংয়েই ওরা এগারশো দেবে, তিন মাস পরে কনফার্ম

A---------------G----------------D

চুপ করে কেন বেলা কিছু বলছ না ?


D-------A--------------D----------------Bm

এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান ত্রি নাইন

G-----------------A---------D

বেলা বোস তুমি পারছ কি শুনতে?

D---------------A-------------------D--------Bm

দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি

G--------------------------A

দেবো না কিছুতেই আর হারাতে।

D-----A---------------D----------------Bm

হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান ত্রি নাইন

G--------------A--------------D

দিন না ডেকে বেলাকে একটিবার

D-------------A--------------------D--------Bm

মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের

G------------------A

জরূরী খুব জরূরী দরকার।


D----------------------------Bm

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি

Bm----------------A

এতদিন ধরে এত অপেক্ষার

G-----------F#m----------Em---------D

রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দী দুজনে

A--------G------D

রুদ্ধশ্বাস কত প্রতীক্ষার ॥

D-----------------------------Bm

আর কিছুদিন তারপর বেলা মুক্তি

Bm------------------------A

কসবার ঐ নীল দেয়ালের ঘর

G------------F#m--------Em--------D

সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে

A---------------G---------D

তোমার আমার লাল নীল সংসার


D-------A--------------D----------------Bm

এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান ত্রি নাইন

G-----------------A---------D

বেলা বোস তুমি পারছ কি শুনতে?

D---------------A-------------------D--------Bm

দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি

G--------------------------A

দেবো না কিছুতেই আর হারাতে।

D-----A---------------D----------------Bm

হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান ত্রি নাইন

G--------------A--------------D

দিন না ডেকে বেলাকে একটিবার

D-------------A--------------------D--------Bm

মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের

G------------------A

জরূরী খুব জরূরী দরকার।


D---------------------------------Bm

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছ?

Bm-------------------------A

চাকরীটা আমি পেয়ে গেছি সত্যি

G------------F#m-----Em---------D

কান্না কাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে

A------G---------------D

হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি?


D-------A--------------D----------------Bm

এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান ত্রি নাইন

G-----------------A---------D

বেলা বোস তুমি পারছ কি শুনতে?

D---------------A-------------------D--------Bm

দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি

G--------------------------A

দেবো না কিছুতেই আর হারাতে।

D-----A---------------D----------------Bm

হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান ত্রি নাইন

G--------------A--------------D

দিন না ডেকে বেলাকে একটিবার

D-------------A--------------------D--------Bm

মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের

G------------------A

জরূরী খুব জরূরী দরকার।


D-----A---------------D----------------Bm

হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান ত্রি নাইন

G---------------A---------------D

টু ফোর ফোর ওয়ান ওয়ান ত্রি নাইন

D-----A---------------D----------------Bm

দুচ্ছাই টু ফোর ফোর ওয়ান ওয়ান ত্রি নাইন

G---------------A---------------D

টু ফোর ফোর ওয়ান ওয়ান ত্রি নাইন



Thanks to all who contributed in Indian Guitar Tabs Forum. A pdf version can be downloaded from here. MP3 can be downloaded from here.