Wednesday, April 4, 2007

সে যে বসে আছে - অর্নব

D A

সে যে বসে আছে একাএকা

Bm G

রঙ্গীন ¯^cœ তার বুনতে

D A

সে যে চেয়ে আছে ভরা চোখে

Bm G

জানালার ফাঁকে মেঘ ধরতে


D A

তার গুনগুন মনের গান বাতাসে ঘুরে

G A

কান পাতো মনে পাবে শুনতে

D A

তার রঙের তুলি নাচে মেঘেরা ছোটে

G A

চোখ মেলো যদি পারো বুঝতে


D A

সে যে বসে আছে একাএকা

Bm G

তার ¯^‡cœi কারখানা চলছে

D A

আর বুড়ো বুড়ো মেঘেদের দল

Bm G

বৃষ্টি নামার তাল তুলছে


D A

সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায়

G A

টপ টপ ফোঁটা পড়ে অনেক্ষন

D A

সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে

G A

ভেজা কাক হয়ে থাক আমার মন


D

সে যে বসে আছে

D

সে যে বসে আছে

D

সে যে বসে আছে


ওয়ার্ড ডকুমেন্ট পাবেন এখানে, পিডিএফ এখানে, এমপিথ্রী এখানে। ধন্যবাদ ইন্ডিয়ান গীটার ট্যাবের রিজ এবং অন্যদের

No comments: